প্রায় তিন বছর ধরে চলমান সংকট থেকে বিশ্ব অর্থনীতি বেরিয়ে আসতে থাকলেও পুরোপুরি উত্তরণ এখনো ঘটেনি। এমনই প্রেক্ষাপটে বিভিন্ন দেশের রাজনৈতিক নেতা ও আন্তর্জাতিক অর্থসংস্থানের নেতার পুরোপুরভাবে এ সংকট থেকে বের হয়ে আসতে নতুন কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিয়েছেন। এ সপ্তাহে নরওয়ের অসলোতে অনুষ্ঠিত এক সম্মেলনে তাঁরা বলেন, সংকট থেকে সম্পূর্ণ উত্তরণে ২০২০ সালের মধ্যে ৪৪ কোটি নতুন কর্মসংস্থানের প্রয়োজন হবে।
সম্মেলনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর প্রধান ডমিনিক স্ট্রস কান বলেন, "দ্বিতীয় দফা মন্দার কোনো আশঙ্কা এখন আর নেই, কিন্তু বর্তমান সংকট কর্মসংস্থানহীনতার কারণে এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়ে ওঠেনি।" তিনি বলেন, "মন্দা কাটাতে প্রবৃদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রবৃদ্ধিই সব নয়। যদি কেউ তার চাকুরি হারান তাহলে তিনি স্বাস্থ্যগত সমস্যায় ভুগবে। এমনকি চিকিত্সার অভাবে কম বয়সে মৃত্যুবরণও করতে পারেন। কর্মসংস্থানহীন ব্যক্তির সন্তানরা স্কুল কিংবা বিদ্যাপীঠে পড়তে সংকটের সম্মুখীন হবে। অচিরেই তারা সরকারি প্রতিষ্ঠান ও গণতন্ত্রের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবে।"
বৈঠকে অপর সংগঠন আন্তর্জাতিক শ্রমিক সংস্থা (আইএলও) জানায়, ২০০৭ সাল থেকে এ পর্যন্ত বিশ্ব মন্দায় বেকার হওয়া মানুষের সংখ্যা প্রায় তিন কোটি ৪০ লাখ। বিশ্বব্যাপী বর্তমানে প্রায় ২১ কোটি লোক বেকার রয়েছে। এ প্রসঙ্গে আইএমএফ প্রধান হুয়ান সোমাভিয়া বলেন, সামষ্টিক অর্থনীতিকে সঠিক পথে ফিরিয়ে আনতে নতুন কর্মসংস্থান তৈরির কোনো বিকল্প নেই। (সূত্র: এএফপি)