সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পাকিস্তানের অর্থনীতিতে সৃষ্ট ক্ষতি কাটিয়ে উঠতে দেশটিকে বিশেষ বাণিজ্য সুবিধা দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নকে আহবান জানিয়েছে ব্যবসায়ীদের আঞ্চলিক সংগঠন সার্ক শিল্প ও বণিক সমিতি। সমিতির সহ-সভাপতি ইফতিখার আলি মালিক সম্প্রতি এ আহবান জানান। এক বিবৃতিতে বলেন, "ইউরোপীয় ইউনিয়ন ভালভাবেই অবগত আছে যে, বন্ধু দেশ ও সংস্থার কাছ থেকে বর্তমানে পাকিস্তানের সাহায্য খুবই দরকারি। তারা যদি পাকিস্তানের স্থিতিশীলতা চায়, তাহলে বর্তমান দুর্যোগ থেকে পাকিস্তানকে রক্ষা করতে তাদের উদ্যোগ নিতে হবে।"
তিনি বলেন, বিতর্ক করে সময় নষ্ট করার সময় এটা না; এটা কাজের সময় এবং পাকিস্তানের ব্যবসায়ী সম্প্রদায় ইউরোপীয় ইউনিয়ন থেকে শিগগির একটি ভাল খবর আশা করে।
দেশটির স্মরণকালের ভয়াবহ বন্যায় এ পর্যন্ত ১ হাজার ৭শ ৬০ জন মারা গেছে এবং প্রায় ২ কোটি ১০ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে। (সূত্র: এপিপি)