Web bengali.cri.cn   
উন্নত দেশগুলোকে দায় কমানোর আহ্বান আইএমএফের
  2010-09-09 20:18:07  cri

উন্নত অর্থনৈতিক দেশগুলোর বিরাজমান অর্থনৈতিক দায়ের মাত্রা কমিয়ে আনতে তাদের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। এ জন্য দেশগুলোকে দীর্ঘমেয়াদি নীতিমালা গ্রহণের আহ্বান জানিয়েছে সংস্থাটি।

সম্প্রতি তিনটি পৃথক গবেষণার ফল প্রকাশ অনুষ্ঠানে আইএমএফের অর্থ বিভাগের পরিচালক কার্লো কোটারেলি বলেন, "উন্নত দেশগুলোর সরকারি দায় এমন মাত্রায় বেড়েছে, যা আগে কখনোই দেখা যায়নি। স্থিতিশীল অগ্রগতির জন্য এ দায় নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া উচিত।" তিনি বলেন, সামনের দিনগুলোতে উন্নত দেশগুলোর অর্থনৈতিক নিশ্চয়তার জন্যই দীর্ঘমেয়াদি নীতি গ্রহণ করা প্রয়োজন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, "অর্থনীতির পুনরুদ্ধার প্রক্রিয়ার গতি বাড়াতে উন্নত দেশগুলোকে কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবৃদ্ধি বাড়ানোর দিকে নজর দিতে হবে। এ ছাড়া পুঁজিবাজারের স্থিতিশীলতার দিকেও দৃষ্টি দিতে হবে এবং বার্ষিক অর্থনৈতিক নীতিমালায় স্বচ্ছতা আনতে হবে।" (সূত্র: ইন্টারনেট)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040