চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অস্ট্রেলিয়ার অর্থনীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করেছে। চীনে অস্ট্রেলিয়ার আকরিক লোহাসহ অন্যান্য পণ্যের চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রবৃদ্ধির হার বেড়েছে। এ সপ্তাহে প্রকাশিত সরকারি পরিসংখান থেকে এ তথ্য জানা গেছে।
এপ্রিল থেকে জুন প্রান্তিকে দেশটির অর্থনীতির ১ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রবৃদ্ধির পরিমাণ ছিল দশমিক শূন্য ৭ শতাংশ। এ নিয়ে টানা ১৯ বছর অস্ট্রেলিয়া ধনাত্মক প্রবৃদ্ধি ধরে রাখল। এই প্রবৃদ্ধিতে সন্তোষ প্রকাশ করেছেন দেশটির অর্থনীতিবিদ এবং বিশ্লেষকরা। (ইন্টারনেট)