Web bengali.cri.cn   
অর্থনীতির পুনরুদ্ধারে চেষ্টা অব্যাহত রাখতে চান ওবামা
  2010-09-02 19:47:54  cri
    যুক্তরাষ্ট্রের অর্থনীতির পুনরুদ্ধারে সরকারের প্রচেষ্টা চালিয়ে যেতে চান দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। এ সপ্তাহে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি এ সম্পর্কিত তাঁর অভিমত ব্যক্ত করেন। দেশটির বিদ্যমান ঋণ ও ঘাটতি মোকাবিলায় সরকার আরো মনোযোগী হবে বলেও তিনি মন্তব্য করেন। যুক্তরাষ্ট্রের ঋণ ও ঘাটতি মোকাবিলায় সরকার বেশ কিছু কঠোর পদক্ষেপ নেবে উল্লেখ করে ওবামা বলেন, "অর্থনীতির স্বার্থে একই সঙ্গে আমাদের দুটি কাজ করতে হবে। একদিকে আমরা আমাদের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রাখব, অন্যদিকে সরকারের ঋণ ও ঘাটতি মোকাবিলার সম্ভাব্য মধ্য ও দীর্ঘমেয়াদি উপায়গুলো নিয়েও কাজ করব।"

    বছরের দ্বিতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি প্রথম প্রান্তিকের চেয়ে কমে ১.৬ শতাংশে নেমে আসার পরিপ্রেক্ষিতেই ওবামা এসব মন্তব্য করেন। অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, "গতি কমে এলেও অর্থনৈতিক পুনরুদ্ধার প্রক্রিয়া অব্যাহত আছে এবং প্রবৃদ্ধির গতি বাড়াতে আমরা কাজ করে যাচ্ছি।" (সূত্র:এএফপি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040