দ. কোরিয়ায় শিল্পোত্পাদন বেড়েছে
গত জুলাই মাসে শিল্পোত্পাদন বৃদ্ধি অব্যাহত রাখার মধ্যদিয়ে প্রায় এক বছর ধরে এ খাতের প্রবৃদ্ধি ধরে রেখেছে দক্ষিণ কোরিয়ার। সম্প্রতি প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা যায়, গত জুলাই মাসে দক্ষিণ কোরিয়ার খনি ও কারখানা উত্পাদন আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। এ সময় মূলত দেশটির সেমিকন্ডাক্টর, ইলেকট্রনিক্স পণ্য ও যন্ত্রপাতির উত্পাদন উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।
এ পরিসংখ্যানে এটা স্পষ্ট যে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি মন্দা কাটিয়ে উঠছে দ্রুত গতিতে। এর আগে প্রকাশিত এক পরিসংখ্যানে জানা যায়, চলতি বছরের প্রথম ভাগে অর্থাত্ জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত দেশটির অর্থনীতি ৭ দশমিক ২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করে। এ হার এর আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৬ শতাংশ বেশি ছিল। (সূত্র: ইন্টারনেট)