বিশ্বমন্দা কাটিয়ে অর্থনৈতিক পুনরুদ্ধারের গতি ত্বরান্বিত করতে নতুন করে ১,১০০ কোটি ডলারের প্রণোদনা তহবিল ঘোষণা করেছে জাপান। এ সপ্তাহে এ প্রণোদনার তহবিল ঘোষণা করে জাপানের প্রধানমন্ত্রী নাওতা কান এক বিবৃতিতে বলেন, জাপান সরকারের মজুদ তহবিল থেকে এই অর্থ দেওয়া হবে। তবে প্রয়োজন হলে এই বরাদ্দ আরো বাড়ানোর বিষয়টিও সরকার বিবেচনা করবে বলেও জানিয়ে রাখেন তিনি।
কান বলেন, "কর্মসংস্থান, বিনিয়োগ ও শিক্ষার পথ আরো প্রসারিত করার মধ্যদিয়ে অর্থনৈতিক মন্দা থেকে জাপানকে পুরোপুরি বের করে আনতেই আমরা নতুন করে এ প্রণোদনা তহবিলের সিদ্ধান্ত নিয়েছি। আগামী ১০ সেপ্টেম্বর এ প্রণোদনা তহবিল সংক্রান্ত চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।" তিনি জানান, ব্যাংক অব জাপানের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে অর্থনীতিকে সুসংহত করতেই তার সরকার নতুন করে এ প্রণোদনা তহবিলের সিদ্ধান্ত নেয়।
একই দিন জাপানের কেন্দ্রীয় ব্যাংক কয়েকশ' কোটি ডলারের ঋণ কার্যক্রম সম্প্রসারণের ঘোষণা দেয়। মূলত ডলারের বিপরীতে ক্রমে শক্তিশালী হয়ে উঠা ইয়েনের মূল্যমান কমিয়ে আনার লক্ষ্যেই এই ঘোষণা দেয় ব্যাংক অব জাপান। (সূত্র: এএফপি)