Web bengali.cri.cn   
মূল্যস্ফীতির হার বেড়েছে বাংলাদেশে
  2010-09-02 19:40:04  cri
    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, গত জুন মাসে দেশটিতে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে মূল্যস্ফীতির হার বেড়ে ৮.৭০ শতাংশে উঠেছে। এর আগের মাসে এ হার ছিল ৮ দশমিক ৬৫ শতাংশ। আর গত বছরের জুনে ছিল মাত্র ২ দশমিক ২৫ শতাংশ। খাদ্যপণ্যের দাম বাড়ার কারণেই মূল্যস্ফীতি বেড়েছে বলে পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্যে দেখা যায়। সামগ্রিকভাবে গ্রামের মানুষের ওপরেই বেশি পড়েছে মূল্যস্ফীতির চাপ। তবে খাদ্যপণ্যের জন্য শহরের মানুষের খরচ হয়েছে বেশি, আর গ্রামের মানুষ বেশি ব্যয় করেছে খাদ্যবহির্ভূত পণ্যের পেছনে।

    তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা এবি মির্জ্জা আজিজুল ইসলাম বলেছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই এখন সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যসহ সব ধরনের জিনিসের দাম বাড়ছে। এ অবস্থায় চলতি অর্থবছরের বাজেটে বার্ষিক গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ৫ শতাংশ রাখার যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তা কঠিন হবে বলে জানিয়েছেন তিনি। (সূত্র: কালের কন্ঠ)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040