গত ২০০৯-১০ অর্থবছরে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণে শীর্ষস্থানে ছিল ভারত । এ সপ্তাহে ভারত সরকার প্রকাশিত তথ্যে দেখা যায়, বিশ্ব ব্যাংকের অংগ প্রতিষ্ঠান আন্তর্জাতিক পুনর্নিমাণ ও উন্নয়ন ব্যাংক এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার মাধ্যমে ২০০৯-১০ অর্থবছরে সব মিলিয়ে ৯৩০ কোটি ডলারের ঋণ নিয়েছে ভারত। আর এর মধ্যদিয়ে ওই অর্থবছরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নকে পিছনে ফেলে দিয়ে সবচেয়ে বড় ঋণগ্রহীতা হিসেবে আবির্ভূত হয় এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির এ দেশটি।
সরকারের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক পুনর্নিমাণ ও উন্নয়ন ব্যাংকের মাধ্যমে গত অর্থবছরে মোট ৬৭০ কোটি ডলার ঋণ পায় ভারত, যা ওই সময়ে বিশ্ব ব্যাংকের দেওয়া মোট ঋণের ১৫.১ শতাংশ। ভারতের পর গত অর্থবছরে বিশ্ব ব্যাংকের কাছ থেকে দ্বিতীয় সর্বোচ্চ ঋণ পায় মেক্সিকো। ওই দেশটির ঋণের পরিমাণ ছিল ৬৪০ কোটি ডলার। ২০০৯-১০ অর্থবছরে বিশ্ব ব্যাংকের কাছ থেকে ঋণ প্রাপ্তির ক্ষেত্রে তালিকার শীর্ষ পাঁচে থাকা বাকি তিনটি দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও তুরস্ক। এ দেশগুলো যথাক্রমে ৩৮০ কোটি ডলার, ৩৭০ কোটি ডলার ও ৩০০ কোটি ডলারের ঋণ নেয়। (সূত্র: পিটিআই)