
সিয়াও ইয়া ফু চীনের অ্যালুমিনিয়াম শিল্প কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানের নিয়তি পরিবর্তন করে এক বিস্ময়কর ঘটনা সৃষ্টি করেন। একটানা নয় বছর আয়ের সর্বনিম্ন অবস্থান থেকে দক্ষিণ পশ্চিম অ্যালুমিনিয়াম কোম্পানিকে ছোং ছিং নগরের ৫০টি শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠানের একটিতে পরিণত করেন তিনি। এরপর একটানা কয়েক বছর এ কোম্পানি চীনের ধাতু খাতের প্রথম এবং বিশ্বের তিনটি বৃহত্তম অ্যালুমিনিয়াম শিল্প কোম্পানির একটির অবস্থান ধরে রাখে।