
ছেন জি লিয়ে শেন জেন নগরের ইয়েন চিয়াং গ্রুপের পরিচালনা পরিষদের চেয়ারম্যান। তিনি চীনের বিশেষ কম্পিউটার খাতের একজন প্রতিষ্ঠাতা। তার নেতৃত্বে ইয়েন চিয়াং গ্রুপ চীনের বৃহত্তম বিশেষ কম্পিউটার সংক্রান্ত উচ্চ বিজ্ঞান ও প্রযুক্তি শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলেছে। বর্তমানে ইয়েন চিয়াং গ্রুপ চীনের কম্পিউটার খাতের শীর্ষস্থানে রয়েছে। এ প্রতিষ্ঠানের অবস্থান চীনের মধ্যে প্রথম এবং বিশ্বে পঞ্চম।