
ওয়াং চিয়েন চৌ চীনের মোবাইল টেলিযোগাযোগ গ্রুপের পরিচালনা পরিষদের চেয়ারম্যান। ২০০৬ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিজনেস উইক পত্রিকা নির্বাচিত বিশ্বের একজন শ্রেষ্ঠ প্রধান নির্বাহী কর্মকর্তা। তার নেতৃত্বে 'মোবাইল নতুন জীবন ভাগাভাগি' ব্র্যান্ড সৃষ্টি করেছে। টেলিযোগাযোগ ক্ষেত্রে বিশ্বের জন্য সুবিধাজনক মোবাইল তথ্য সেবা দিচ্ছে তার প্রতিষ্ঠান।