
সি চেং রোং উ সি নগরের শাং তে বিদ্যুত্ লিমিডেট কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান। ২০০৬ সালে তিনি নিউ ইয়র্ক স্টক মার্কেটের একমাত্র চীনা উপদেষ্টায় পরিণত হন। ২০০৭ সালের শেষে শাংতে বিদ্যুত্ কোম্পানি দশ বিলিয়ন মার্কিন ডলার অর্জনকারী বিশ্বের ফটোভোলাটিক খাতে তৃতীয় হয়েছে। বর্তমানে শাংতে বিদ্যুত্ কোম্পানি বিশ্বের শ্রেষ্ঠ সৌর শক্তি চালিত কোম্পানিতে পরিণত হয়েছে।