
লিউ ইয়োং হাও নতুন আশা গ্রুপের পরিচালনা পরিষদের চেয়ারম্যান। ২০০০ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিজনেস উইক পত্রিকার এশিয় স্টারের সুনাম পেয়েছেন। ২০০৪ সালে তিনি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সবচেয়ে উদ্ভাবনকারী চীনা শিল্পপতি নির্বাচিত হন। ২০০৮ সালে "তিনি চীনের উন্মুক্ত ও সংস্কারের ত্রিশ বছরে চীনের অর্থনীতি প্রভাব ফেলা ত্রিশজন প্রতিনিধি ব্যক্তি"র একজন নির্বাচিত হন। তার আশা গ্রুপ হচ্ছে চীনের সবচেয়ে বৃহত্তম পশুখাদ্য শিল্প প্রতিষ্ঠান।