
জাং ইন তোংওয়ান নগরের চিউ লোং কাগজ লিমিডেট কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান। তিনি চীনের প্রথম নারী ধন-কুবের এবং বিশ্বের সবচেয়ে ধনী নারী শিল্পপতিতে পরিণত হন। ২০০৭ সালে তিনি হুরুন ধন-কুবের দ্বিতীয় স্থানে উঠেছেন। ২০০৯ সালে তিনি নিম্ন কার্বন ক্ষেত্রের রাণী হিসেবে নির্ধারিত হয়েছেন। তার স্বপ্ন হচ্ছে চীনের কাগজ খাতে বিশ্বের শ্রেষ্ঠ সারিতে প্রবেশ করা।