
ছেন কুয়াং বিয়াও চিয়াং সু প্রদেশের হুয়াং ফু পুনঃব্যবহার্য জ্বালানি সম্পদ লিমিডেট কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান। ২০০৬ সালে চীনের দশজন দাতব্য ব্যক্তির মধ্যে একজন। তিনি একজন কৃষক থেকে এক বিলিয়ন ইউয়ান রওয়ার ধন-কুবেরে পরিণত হন। তিনি একটানা চার বছরে চীনের দাতব্য কাজ আর চাঁদা দান ক্ষেত্রের সরকারী সর্বোচ্চ পুরস্কার---চীনের দাতব্য পুরস্কার পেয়েছেন। তিনি সামাজিক দায়িত্ব অনুযায়ী বিশেষ শিল্পপ্রতিষ্ঠান উন্নয়নের পদ্ধতি সৃষ্টি করেছেন।