
সি জে ফু ইস্ট ইলেক্ট্রিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। তার নেতৃত্ব কেবল যে ওয়েন ছুয়ান ভূমিকম্পের পর দুর্গত এলাকার জনগণকে বেঁচে থাকার আশায় উদ্বুদ্ধ করেছে তাই নয়, বরং কোম্পানির সুনামকেও বাড়িয়েছে। এ কোম্পানির উত্পাদিত বৈদ্যুতিক সাজ-সরঞ্জাম একটানা পাঁচ বছর আন্তর্জাতিক বাজারে প্রথম হয়েছে।