
লি শি হো তাথাং মোবাইল টেলিযোগাযোগ সাজ-সরঞ্জাম লিমিডেট কোম্পানির উর্ধতন প্রযুক্তি উপদেষ্টা। তিনি 'চীনের তৃতীয় প্রজন্মের বা'-এর সুনাম পেয়েছেন। লি শি হোং'র নেতৃত্বাধীন তাথাং টেলিযোগাযোগ গবেষণা দল টেলিযোগাযোগের ইতিহাসে রেকর্ড ভংগ করেছে। তার আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নে উত্থাপিত টিডি- এসসিডিএমএ বেতার সংকেত সরবরাহের প্রযুক্তি তৃতীয় প্রজন্মের মোবাইল টেলিযোগাযোগ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ মানদন্ড হিসেবে নির্ধারিত হয়েছে।