
চিন জি কুও ছিং তাও বিয়ার লিমিটেড কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি একজন সামান্য শ্রমিক থেকে বর্তমানের প্রধান নির্বাহী কর্মকর্তায় পরিণত হয়েছেন। তার নেতৃত্বাধীন ছিং তাও বিয়ার কেবল চীনের শ্রেষ্ঠ বিয়ারের মার্কা বজায় রেখেছে তাই নয়, বরং আন্তর্জাতিক বাজারে চীনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মার্কা সৃষ্টি করেছে।