
লিউ শাও ইউয়াং চীনের ইস্টার্ন এয়ার লাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি কোম্পানি পরিচালনা ক্ষেত্রে খুব সফল। আগে তিনি চায়না সাউদার্ন এয়ার লাইন্স পরিচালনা করেন। তার পরিচালনার চার বছরে তার উদ্ভাবিত সংস্কারের মাধ্যমে সাউদার্ন এয়ার লাইন্স সর্বনিম্ন পর্যায় থেকে উপরে উঠে এসেছে। ২০০৮ সালে সাউদার্ন এয়ার লাইন্সের যাত্রী পরিবহনের পরিমাণ এশিয়ার মধ্যে প্রথম ও বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।