
মা সিং রুই চীনের মহাশূন্য বিজ্ঞান ও প্রযুক্তি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। তিনি হচ্ছেন চীন উপগ্রহ গবেষণার পথিকৃত্। পরিবর্তন ১ ও স্বর্গীয় তরী সপ্তম নম্বর-এর চীনের জনগণের চাঁদ অভিযানের ইচ্ছা বহনকারী। মা সিং রুই'র নেতৃত্বে উদ্ভাবন সংশ্লিষ্ট বড় কোম্পানি চীনের মহাশূন্য অভিযানের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।