|
১৩ আগষ্ট পঞ্চম প্যান উত্তর উপসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরাম সাফল্যের সঙ্গেচীনের কুয়াংসি চুয়াং স্বায়ত্ত্বশাসিত অঞ্চলের রাজধানী নাননিংয়ে সমাপ্ত হয়েছে ।"চীন-আসিয়ান অবাধ বাণিজ্য এলাকা নির্মান" এবং "নাননিং -সিঙ্গাপুর বারান্দা নির্মান" ছিল এবারের ফোরামের প্রধান আলোচ্যবিষয় । ফোরামে অংশগ্রহণকারী প্রতিনিধিরা মনে করেন,নাননিং-সিঙ্গাপুর অর্থনৈতিক বারান্দা আঞ্চলিক অর্থনীতির মেরুদন্ড হিসেবে এ অঞ্চলের যোগাযোগ উন্নয়ন ও সুবিধায়ান ত্বরান্বিত করবে এবং বারান্দার আশেপাশের দেশগুলোর উন্নয়নের জন্য সুযোগ সৃষ্টি করবে ।
নাননিং-সিঙ্গাপুর অর্থনৈতিক বারান্দার নির্মানকাজ চীন-আসিয়ান আঞ্চলিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ অংশ।পঞ্চম প্যান উত্তর উপসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা ফোরামে কুয়াংসি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান মা পিয়াও ভাষণ তাঁর বক্তব্যেবলেছেন , চীন-আসিয়ান অবাধ বাণিজ্য এলাকা নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিষ্ঠিত হওয়া এবং এর আশেপাশের দেশগুলোর বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতার বিরামহীন জোরদার নাননিং-সিঙ্গাপুর অর্থনেতিক বারান্দা নির্মানকাজে নতুন চালিকা শক্তি হিসেবে কাজ করেছে এবং আঞ্চলিক অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত করেছে।
"নাননিং-সিঙ্গাপুর বারান্দা" নির্মানের পরিকল্পনা নেয়া হয় ২০০৬ সালের জুলাই মাসে অনুষ্ঠিত প্রথম "প্যান উত্তর উপসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক সহযোগিতা ফোরামে । চীনের নাননিং থেকে শুরু হওয়া বারান্দাটি ভিয়েতনামের রাজধানী হ্যানয়, লাওসের রাজধানী ভিয়েনডিয়েন বা কাম্পুচিয়ার রাজধানী নমপেন, থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক,মালয়েশিয়ার রাজধানী কুয়ালালাম্পুর হয়ে মধ্য-দক্ষিন উপদ্বীপের দক্ষিণ প্রান্তরের সিঙ্গাপুরের প্যান এশিয়া রেলপথ ও সড়কপথকে প্রধান করে গঠিত অর্থনৈতিক বারান্দা পর্যন্ত বিস্তৃত
বলাবাহুল্য, "নাননিং-সিঙ্গাপুর বারান্দা"নির্মানেপ্যান উত্তর উপসাগরীয় অঞ্চলের সহযোগিতা আরও জোরদার হবে ,আশেপাশের শিল্পউন্নয়ন ত্বরান্বিত হবে এবং চীন ও আসিয়ানভূক্ত দেশগুলোর জনগণ লাভবান হবেন। থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী অ্যালোংকোর্ন পোনলাবুট বলেন,"নাননিং-সিঙ্গাপুর বারান্দার"আশেপাশের একটি দেশ হিসেবে থাইল্যান্ড পরিবহনের মাধ্যমে পণ্য বিনিময় করার চেষ্টা করছে,সক্রিয়ভাবে আশেপাশের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক যোগাযোগ ও পরিবহন চলাচল করছে । বারান্দাটি থাইল্যান্ডের প্রাসঙ্গিক শিল্প উত্পাদনের উন্নয়ন ত্বরান্বিত করবে । এতে থাইল্যান্ডের কৃষিজাত দ্রব্যের কেনাবেচা সোত্সাহিত হবে ,কৃষিজাত দ্রব্যের প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়ন হবে ,কৃষকদের আয় বাড়বে এবং বিভিন্ন দেশের কর্মসংস্থান ত্বরান্বিত হবে ।
ফোরামে অংশগ্রহণকারী প্রতিনিধিরা পরপর বারান্দাটির নির্মানের জন্য নিজেদের প্রস্তাব ও মতামত উত্থাপন করেন । ভিয়েতনামের যোগাযোগ মন্ত্রণালয়ের উপমন্ত্রী লি মান হুন জোর দিয়ে বলেন,যাতে চীন-আসিয়ান অবাধ বাণিজ্য এলাকা সত্যিকারভাবে বিভিন্ন দেশের জনগণের জন্য কল্যান বয়ে আনতে পারে সে জন্য আসিয়ানভূক্ত বিভিন্ন দেশের উচিত ধারাবাহিক কার্যক্রম গ্রহণ করা । বিশেষ করে বিভিন্ন দেশের বন্দর সহযোগিতা জোরদারের ভিত্তিতে অঞ্চলের ভেতরে সড়কপথ ও রেলপথ নির্মান ত্বরান্বিত করা। প্রাসঙ্গিক কাজের প্রনালীসহজতর করে উত্তর উপসাগরীয় অঞ্চলের এবং বৃহত মেইকোং নদীর উপ এলাকার সীমান্ত বাণিজ্য আদানপ্রদানে ইতিবাচক অবদান রাখা এবং উন্নয়নের ক্ষেত্রে ধীর গতিসম্পন্নদেশগুলোকে সহায়তা করা ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |