Web bengali.cri.cn   
চীন আফ্রিকার সঙ্গে কৃষি ক্ষেত্রে সহযোগিতার নতুন পরিস্থিতি যৌথভাবে উন্নয়ন করতে আগ্রহী
  2010-09-16 17:36:04  cri

চীন-আফ্রিকা কৃষি ক্ষেত্রের সহযোগিতা ফোরাম সম্প্রতি পেইচিংয়ে শেষ হয়েছে। ফোরাম অনুষ্ঠান কালে চীন ও আফ্রিকার প্রতিনিধিগণ দু'পক্ষ কৃষি ক্ষেত্রের বাস্তব সহযোগিতা জোরদার করা সম্পর্কে মত বিনিময় করেছেন। ফোরামে "চীন-আফ্রিকা কৃষি সহযোগিতা ফোরামের পেইচিং ঘোষণা" গৃহীত হয়েছে। ফোরামে কৃষি ক্ষেত্রে সহযোগিতার কিছু চুক্তি স্বাক্ষর করা হয়েছে। আজকের চীনের অর্থনীতি অনুষ্ঠানে এ সম্পর্কে কিছু কথা বলবো।

এবারের ফোরামের প্রতিপাদ্য হলো 'নতুন পরিস্থিতিতে চীন-আফ্রিকা কৃষি সহযোগিতার সুযোগ ও চ্যালেঞ্জ'। এবারের ফোরাম চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় বৈদেশিক যোগাযোগ মন্ত্রণালয় ও চীনের কৃষি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়। আফ্রিকার ১৮টি দেশের ক্ষমতাসীন পার্টি ও সরকারের, কৃষি মন্ত্রী, সরকারি কর্মকর্তাবৃন্দ, শিল্পপতি এবং আফ্রিকান উন্নয়নের নতুন অংশীদারগণ পেইচিংয়ের এ কর্মসূচীতে সমবেত হন। তারা নতুন পরিস্থিতিতে চীন-আফ্রিকা কৃষি সহযোগিতার সুযোগ ও চ্যালেঞ্জ নিয়ে ব্যাপক মত বিনিময় করেন এবং চীন-আফ্রিকা কৃষি সহযোগিতা সার্বিকভাবে চালুর উপায় নিয়ে আলোচনা। এটি হচ্ছে এ পর্যন্ত অনুষ্ঠিত চীন-আফ্রিকা কৃষি ক্ষেত্রে সবচেয়ে উচ্চ ও বৃহত্তম মহা সম্মেলন। এবারের ফোরামের মাধ্যমে দু'পক্ষ কৌশলগত ব্যাপারে মতৈক্যে পৌঁছেছে। সম্মেলন শেষে অনুষ্ঠিত চীন-আফ্রিকা কৃষি সহযোগিতা প্রকল্পের প্রচার ও শিল্পপতি আলোচনা সভায় দু'পক্ষের শিল্পপ্রতিষ্ঠান বেশ কিছু সহযোগিতামূলক চুক্তিতে স্বাক্ষর করে।

চীনের উপপ্রধানমন্ত্রী হুই লিয়াং ইউ ফোরামের সমাপনী অনুষ্ঠানে বলেছেন, (১)

চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম প্রতিষ্ঠার দশ বার্ষিকীতে আমরা চীন-আফ্রিকা কৃষি সহযোগিতা ফোরাম প্রথম বার যৌথভাবে অনুষ্ঠানের আয়োজন করেছি। এর গুরুত্বপূর্ণ বাস্তবানুগ ও গভীর ঐতিহাসিক তাত্পর্য রয়েছে। এটি চীন-আফ্রিকার বন্ধুত্বপূর্ণ বিনিময়ের ইতিহাসে আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং চীন-আফ্রিকা সহযোগিতা জোরদারের একটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা। চীন-আফ্রিকা ঐতিহ্যিক মৈত্রী সুসংহত এবং নতুন কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক প্রভাব অবশ্যই ফেলবে।

চীন-আফ্রিকা কৃষি সহযোগিতার দীর্ঘ ইতিহাস রয়েছে, সহযোগিতার ভবিষ্যত্ সম্ভাবনা উজ্জ্বল এবং পরস্পরের জন্য পরিপূরক । গত শতাব্দীর ৬০ দশক চীন-আফ্রিকা কৃষি সহযোগিতা আনুষ্ঠানিকভাবে চালু হওয়া থেকে দু'পক্ষ কৃষি ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা অব্যাহতভাবে সম্প্রসারণ করেছে। নতুন শতাব্দীতে চীন-আফ্রিকা সহযোগিতা ফোরাম গড়ে তোলার পাশাপাশি কৃষি ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে গভীর ও সম্প্রসারণ করা হয়েছে, সহযোগিতার ব্যবস্থা ক্রমান্বয়ে উন্নত হয়েছে। চীন আফ্রিকায় কৃষি উন্নয়নের ব্যাপারে বরাবরই সহায়তা দিয়েছে। চীন-আফ্রিকা কৃষি সহযোগিতা 'দক্ষিণ দক্ষিণ সহযোগিতা'-এর একটি দৃষ্টান্তে পরিণত হয়েছে।

হুই লিয়াং ইউ বলেন, চীন বন্ধুত্বপূর্ণ, সুষম, পারস্পরিক কল্যাণ আর সুবিধা এবং যৌথ উন্নয়নের ভিত্তিতে আফ্রিকার বিভিন্ন দেশের সঙ্গে কৃষি ক্ষেত্রসহ বিনিময় ও সহযোগিতা করতে বরাবরই আগ্রহী। এ প্রসঙ্গে তিনি চারটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, (২)

প্রথমতঃ চীন ও আফ্রিকার দেশগুলোর কৃষি মন্ত্রণালয়ের বিনিময় জোরদার করা। দু'পক্ষের আরো কৃষি সহযোগিতা ব্যবস্থা গড়ে তোলা ও উন্নত করা। দ্বিতীয়তঃ কৃষি ক্ষেত্রের বিজ্ঞান ও প্রযুক্তির সহযোগিতা জোরদার করা। তৃতীয়তঃ কৃষিজাত দ্রব্যের বাণিজ্য সম্প্রসারণ করা। চতুর্থতঃ শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা গভীর করা।

অংশগ্রহণকারী আফ্রিকান দেশগুলোর প্রতিনিধিগণ এবারের ফোরামের সাফল্যের স্বীকৃতি দিয়েছেন। সুদানের কৃষি ও বন সম্পদ মন্ত্রী আবদুলহালিম ইসমাইল এলমত আলি মোহামেদ বলেছেন, (৩)

চীন আফ্রিকার সঙ্গে কৃষি সহযোগিতা জোরদারের কাজে প্রচেষ্টা চলছে। এবারের ফোরাম যে কেবল আফ্রিকার বিভিন্ন সরকার ও চীন সরকারের মধ্যে পরস্পরের সমঝোতা ত্বরান্বিত করতে পারে তাই নয়, বরং দ্বিপক্ষীয় সহযোগিতার ইতিবাচক ও সীমাবদ্ধ কারণ পরস্পর বিবেচনা করতে পারে। এর পাশাপাশি এবার ফোরাম চীন-আফ্রিকা কৃষি ক্ষেত্রের অভিজ্ঞতা ও প্রস্তাব বিনিময়ের প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। এটি চীন-সুদান, এমনকি চীন-আফ্রিকা কৃষি ক্ষেত্রের সহযোগিতা আরো সুসংহত করবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040