Web bengali.cri.cn   
চীনের শিল্পপ্রতিষ্ঠানের উচিত বিদেশের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আরো বেশি গবেষণা ও সহযোগিতা করা
  2010-09-23 18:46:21  cri

শ্রোতা বন্ধুরা, ব্রিটেনে চীনের উচ্চপদস্থ অর্থনৈতিক কর্মকর্তা চৌ সিয়াও মিং সম্প্রতি ব্রিটেনের উত্তরাঞ্চলের স্কটল্যান্ড এলাকা পরিদর্শন করেছেন। আমাদের সংবাদদাতা তার একটি সাক্ষাত্কার গ্রহণ করেছেন। চৌ সিয়াও মিং বলেন, স্কটল্যান্ডের শিল্পপ্রতিষ্ঠানের শক্তিশালী গবেষণার সামর্থ্য চীনের শিল্পপ্রতিষ্ঠানের উন্নয়নে নতুন চালিকা শক্তি এনে দিতে পারে। দু'পক্ষেরই সহযোগিতার সুপ্ত শক্তি অনেক বেশি। আজকের চীনের অর্থনীতি অনুষ্ঠানে এ সম্পর্কেই আপনাদের কিছু বলবো।

চৌ সিয়াও মিং-এর নেতৃত্বাধীন প্রতিনিধি দলটি ৫০টি শিল্পপ্রতিষ্ঠান ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে চীন ও স্কটল্যান্ডের মধ্যে অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র ও উপায় খুঁজে বের করা সম্পর্কে আলোচনা করেছেন। এবারের সফরের অগ্রগতি প্রসঙ্গে চৌ সিয়াও মিং বলেন, (১)

সাম্প্রতিক বছরগুলোতে চীনের উন্নয়ন খুব দ্রুত। চীন বিশ্বের কারখানা থেকে বিশ্বের নিয়মিত বাজারে পরিণত হয়েছে। চীনের বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠানই ধাপে ধাপে বাজার উন্নয়নের ওপর গুরুত্ব দেয়। তারা চীনের দ্রুত উন্নয়নের মাধ্যমে নিজেদের ব্যবসা আরো সম্প্রসারণ করতে চায়। এবারের পরিদর্শন অভিযানে বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান সহযোগিতার ইচ্ছা প্রকাশ করেছে। যেমন কিছু কিছু শিল্পপ্রতিষ্ঠান চীনের সঙ্গে ক্যান্সার চিকিত্সার ওষুধ যৌথভাবে গবেষণা করতে আগ্রহী। কিছু কিছু শিল্পপ্রতিষ্ঠান চীনের সঙ্গে বায়ূ শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদনের সাজ-সরঞ্জাম উন্নয়নে যৌথভাবে গবেষণার প্রস্তাব দিয়েছে।

তবে সহযোগিতামূলক ইচ্ছা প্রকাশের পাশাপাশি স্কটল্যান্ডের কিছু শিল্পপ্রতিষ্ঠানও নিজের পণ্যের প্রযুক্তিগত পেটেন্ট চীনে সংরক্ষণের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। এ প্রসঙ্গে চৌ সিয়াও মিং বলেছেন, এ নিয়ে চিন্তাভাবনার দরকার নেই। তিনি বলেন, (২)

সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার মেধাস্বত্ব সংরক্ষণের ক্ষেত্রে যথেষ্ট প্রয়াস চালিয়েছে। আইন প্রণয়ন, কার্যকর ও প্রচারসহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। এসব সাফল্য সর্বজনবিদিত। যদিও আমরা বড় সাফল্য অর্জন করেছি, তবে মেধাস্বত্ব ক্ষেত্রে সত্যিই কিছু ছোট ছোট সমস্যা রয়েছে। তবে আমি মনে করি, চীন মেধাস্বত্ব সংরক্ষণ ক্ষেত্রের সমস্যা বিদেশীরা ফলাও করে বলছে।

চৌ সিয়াও মিং বলেন, (৩)

চীন ও স্কটল্যান্ডের শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতার সুপ্ত শক্তি খুব বেশি। স্কটল্যান্ডের বহু ক্ষেত্রে তাদের প্রাধান্য রয়েছে। যেমন জীব বিজ্ঞান, বিমান চলাচল ও উচ্চ পর্যায়ের উত্পাদন শিল্প। জীববিদ্যা বিজ্ঞান ক্ষেত্রে ব্রিটেন বিশ্বের দ্বিতীয় স্থানে রয়েছে। স্কটল্যান্ড হচ্ছে ব্রিটেনের একটি গুরুত্বপূর্ণ খাতের গবেষণা কেন্দ্র। যেমন বিমান চলাচল ক্ষেত্রে স্কটল্যান্ডে তিন শ'টিরও বেশি খুচরা যন্ত্রাংশ উত্পাদন শিল্পপ্রতিষ্ঠান রয়েছে। নতুন ওষুধ গবেষণা ক্ষেত্রে কয়েকটি কোম্পানি চীনের কোম্পানির সঙ্গে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

বর্তমানে চীন শিল্পপ্রতিষ্ঠানগুলোকে বিদেশে শিল্প উন্নয়নের ক্ষেত্রে উত্সাহ দিচ্ছে। চৌ চিয়াও মিং বলেন, তার নেতৃত্বাধীন ব্রিটেনে চীনের দূতাবাসের বাণিজ্য বিভাগ দু'পক্ষের শিল্পপ্রতিষ্ঠানের বিনিময় ত্বরান্বিত করার জন্য আরো বেশি সুবিধাজনক সুযোগ দেবে। তিনি আশা করেন, চীনের আরো বেশি শিল্পপ্রতিষ্ঠান এ সুযোগ কাজে লাগাবে এবং স্কটল্যান্ডের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা উন্নত করবে। তিনি বলেন,(৪)

স্কটল্যান্ডের শিল্পপ্রতিষ্ঠানের একটি প্রাধান্য হল তাদের গবেষণার সামর্থ্য খুব বেশি। চীনের শিল্পপ্রতিষ্ঠানের উচিত ব্রিটেনের শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে আরো বেশি সহযোগিতা করা। যেমন ব্রিটেন গিয়ে গবেষণা কেন্দ্র স্থাপন করা। পরে গবেষণার নতুন পণ্য চীনে আমদানি করে পাইকারীভাবে তা উত্পাদন করা। সাম্প্রতিক বছরগুলোতে চীনের বেশ কিছু শিল্পপ্রতিষ্ঠান এ পদ্ধতিই ব্যবহার করেছে এবং অর্থনৈতিক ক্ষেত্রে ভাল ফলাফল অর্জন করেছে। আমি আশা করি, চীনের আরো বেশি শিল্পপ্রতিষ্ঠান এ পদ্ধতি ব্যবহার করবে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040