|
২০০৮ সাল থেকে চীন সরকার জাতীয় কর্মজীবনে সাফল্য অর্জনকারী গুরুত্বপূর্ণ প্রকল্প, তার বিষয় ও পরীক্ষাগারসহ বিভিন্ন ক্ষেত্রে উচ্চ পর্যায়ের দক্ষ জনশক্তি ফিরিয়ে আনার ক্ষেত্রে সহায়তা দিয়ে যাচ্ছে। এ প্রকল্পটির নাম হল এক হাজার জনশক্তি পরিকল্পনা। বর্তমানে এ পরিকল্পনার মাধ্যমে চার দফায় ৮২৫জন দক্ষ জনশক্তি ফিরিয়ে আনা হয়েছে। এ সব দক্ষ জনশক্তি বিদেশ থেকে উচ্চ পর্যায়ের উদ্ভাবন ক্ষেত্রে কর্মজীবনে সাফল্য অর্জনকারী। সম্প্রতি চীন সরকারের আমন্ত্রণে এসব দক্ষ জনশক্তির মধ্যে ৭০জন বিশেষজ্ঞ চীনের দর্শনীয় স্থান বেই তাই হোয়ে অবসর নিয়েছেন।
সবাই জানেন, আমাদের জ্বালানি সম্পদ উত্পাদন ক্ষেত্রের নিম্ন কার্যকারিতা ও সরবরাহের প্রক্রিয়ার ক্ষয় এবং নিয়মিত ব্যবহারিক দিকটি হচ্ছে সবচেয়ে বড় ক্ষয়। সুতরাং শুধু জ্বালানি সম্পদ উত্পাদনের কার্যকারিতা নিরসণ করা জ্বালানি সম্পদের কার্যকারিতার সমস্যা পুরোপুরি সমাধান করতে পারা যায় না। জ্বালানি সম্পদ উত্পাদন, সংরক্ষণ, ব্যবহার ও পুনরুদ্ধার হবে একটি পরিপূর্ণ প্রক্রিয়া।
এবিবি কোম্পানির উত্তর আমেরিকার রোবট গবেষণা কেন্দ্রের পরিচালক, প্রধান বিজ্ঞানী ডক্টরেট কান জোং স্যুই এ কথা বলেছেন। তিনি দীর্ঘদিন সদবুদ্ধিসম্পন্ন নিয়ন্ত্রণ কাজ করছেন। তিনি প্রণালীবদ্ধভাবে নিয়ন্ত্রণ ও দূষণ-মুক্ত জ্বালানি সম্পদ উত্পাদন ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি অর্জন করেছেন। অবসর নেওয়ার সময় তিনি জ্বালানি সম্পদ ক্ষেত্রের বিশেষজ্ঞদের আমন্ত্রণ করে একটি আলোচনা সভা'র সংগঠন করেছেন। আলোচনা সভায় তিনি জ্বালানি সম্পদ ব্যবহারের কার্যকারিতা উন্নয়নের প্রস্তাব দিয়েছেন।
অবকাশরত বিশেষজ্ঞগণ কেন পেশাগত বিনিময় করেছেন? জৈব ওষুধ ক্ষেত্রের নতুন উদ্ভাবনকারী ডক্টরেট তুয়ান ইয়েন ওয়েন বলেছেন, অবসর নেয়ার কালে আমরা খুব আরাম বোধ করি। এ সময় আধ্যাত্মিক জীবনের বিনিময় আরো গুরুত্বপূর্ণ। আমরা মনে করি, এ বিনিময় সত্যিই উপভোগ্য।
এবারের কর্মসূচীতে কী কী অগ্রগতি হয়েছে প্রসঙ্গে তুয়ান ইয়েন ওয়েন বলেন, আমি জৈব ওষুধ ক্ষেত্রের গবেষণার কাজ চলছি। ৭০জনকে নিয়ে গঠিত দলে মৌলিক গবেষণার শ্রেষ্ঠ বিশেষজ্ঞ, খাতের পণ্য পরীক্ষা এবং পণ্য তৈরির পেশাগত ব্যক্তিগণ রয়েছে। এটি চীনের জৈব ওষুধ ক্ষেত্রে নতুন ওষুধ সৃষ্টি করার জন্য ভালো সহযোগিতামূলক ভিত্তির সৃষ্টি করেছে।
ম্যাসাচুসেটস ইনিসটিটিউট অব টেকনোলজি থেকে স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পর ডক্টরেট ডিগ্রি নেয়া সিয়ে লিয়াং জি তুয়ান ইয়েন ওয়েনের প্রস্তাব রাজি হয়েছেন। তুয়ান ইয়েন ওয়েন নতুন ওষুধ গবেষণার কাজ করছেন। সিয়ে লিয়াং জি'র গবেষণার কাজ হল নতুন ওষুধ উত্পাদন। সিয়ে লিয়াং জি বলেন, চীন সরকার মৌলিক গবেষণার ক্ষেত্রে বেশি অর্থ বরাদ্দ দিয়েছে এবং বেশ কিছু বিজ্ঞানীকে আমদানি করেছে। তবে জৈব ওষুধ ক্ষেত্রে আমাদের শিল্পজাত প্রযুক্তি ভাল নয়। বিশ্বে জৈব ওষুধের মাত্র ৩০ বছরের একটু বেশি ইতিহাস রয়েছে। আমদের বিদেশের একচেটিয়া অবস্থান উপেক্ষা করে আন্তর্জাতিক মানের শ্রেষ্ঠ শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার সুযোগ রয়েছে।
'এক হাজারজন দক্ষ জনশক্তি পরিকল্পনা' আমদানির বিশেষজ্ঞগণ হচ্ছেন চীনের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব। তাদের গবেষণার ক্ষেত্র হচ্ছে আমাদের যুগ উন্নয়নের দিক। ৩৪ বছর বয়সী চাং লেই একটি বায়ূ শক্তি চালিত বিদ্যুত্ উত্পাদন শিল্পপ্রতিষ্ঠান পরিচালনা করছেন। তিনি বলেন, জৈব ওষুধ, উচ্চ পর্যায়ের বিমান চলাচল ও মহাশূণ্য এবং নতুন জ্বালানি সম্পদসহ বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের উন্নয়নের দিকগুলোকে দেখতে পারি। আমরা সবাই দেশের উন্নয়নের জন্য নিজেদের অবদান রাখতে এবং দেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে নি:সংকোচে এগিয়ে যাবো।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |