
হাসি জাসিতোচিয়ে ছিংহাই প্রদেশের সানচিয়াং ইউয়ান প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা সমিতির উপমহাসচিব। ২০০৬ সালে তিনি সমাজের কল্যাণ পুরস্কার পেয়েছেন। তিনি তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বেসরকারী সংস্থার একজন নেতা হিসেবে তিব্বত জাতির এলাকা সুরক্ষার ক্ষেত্রে নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন। ২০০৫ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি ছিংহাই প্রদেশের ইয়ু সু ও সিছুয়ান প্রদেশের পশুপালন এলাকার উন্নয়নে উদ্দেশ্যে পরিদর্শন করেছেন। বর্তমানে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নের অসংগতি নিবারণে হাসি চাসিতোচিয়ে সান চিয়াংইউয়ান দীর্ঘদিন ধরে তার কাজ চালিয়ে যাচ্ছেন।