
ফেং চুন পেইচিং হুয়া চি তথ্য ও ডিজিটাল প্রযুক্তি লিমিটেড কোম্পানির প্রধান নির্বাহী কর্মর্তা। তিনি ২০০৬ সালে চীনের অর্থনৈতিক বার্ষিকী'র উদ্ভাবনী পুরস্কার পেয়েছেন। তার নেতৃত্বাধীন পেইচিং স্বর্গীয় তরী ছয় নম্বর কোম্পানি ও অলিম্পিক গেমসে হুয়া চি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। বর্তমানে হুয়া চি কোম্পানি চীনের আইটি শিল্পে প্রধান ভূমিকা পালন করছে।