
কাও তে খাং বোসিতেং লিমিটেড কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান। তিনি কেবল বোসিতেং উন্নয়নের ধারাই সৃষ্টি করেছেন তা নয়, বরং বেশ কিছু কৃষকের জীবনে সচ্ছলতা এনে দিয়েছেন। বর্তমানে বোসিতেং কোম্পানি দেশে হাঁসের পালক ব্যবহার করে গরম পোষাক তৈরি শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে বৃহত্তম, শ্রেষ্ঠ ও রপ্তানির পরিমাণের দিক থেক সবচেয়ে বড় কোম্পানি।