
খাদ্যশস্য রপ্তানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত গম, বার্লি, রাই, ভুট্টা ও গম-রাইয়ের ময়দার ওপর বলবত্ থাকবে এ নিষেধাজ্ঞা। বিদেশে শস্য বিক্রি স্থগিত রাখা সম্পর্কে সরকারের নীতির কাঠামোতে বলা হয়েছে, দাবানল, খরা ও অনাবৃষ্টির কারণে এ বছর রাশিয়ায় ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই অভ্যন্তরীণ বাজার রক্ষার প্রয়োজনে আপাতত রপ্তানি বন্ধ রাখা ছাড়াও খাদ্যদ্রব্য আমদানির কথাও ভাবছে সরকার। আশংকা করা হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশটিতে পণ্যমূল্য কিছুটা বাড়বে। তবুও তা আগামী বাজেটে খুব একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব। তাঁর মতে, চলমান মন্দা পরিস্থিতি বেশি দিন থাকবে না। আগামী বছর নতুন ফসল হবে। সেখানে কৃষিকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। (সূত্র: এএফপি)