চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে জার্মানির মোট দেশজ উত্পাদন বা জিডিপি ২ দশমিক ২ শতাংশ হারে বেড়েছে। ১৯৯০ সালে পূর্ব ও পশ্চিম জার্মানি একীভূত হওয়ার পর এটিই কোনও প্রান্তিকে জার্মানির সর্বোচ্চ প্রবৃদ্ধির ঘটনা। সম্প্রতি দেশটির সরকার এ তথ্য জানায়। সরকার প্রকাশিত তথ্যে দেখা যায়, গত বছরের জুন মাসের তুলনায় চলতি বছরের জুন মাসে জার্মানির রপ্তানি ২৮ দশমিক ৫ শতাংশ বেড়ে আট হাজার ৬৫০ কোটি ইউরোতে (১১ হাজার ১৭০ ডলার) পৌঁছায়। একই সময় আমদানি ৩১ দশমিক ৭ শতাংশ বেড়ে সাত হাজার ২৪০ কোটি ইউরোতে দাঁড়ায়।
ডয়েচ ব্যাংকের অর্থনীতিবিদ জিলস মোয়েক জানান, রপ্তানি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় ইউরোপে কাজের সুযোগ ও মজুরি বেড়েছে। ফলে অভ্যন্তরীণ চাহিদাও বেড়েছে। তবে মজুরি ও পণ্য চাহিদা বাড়া সত্ত্বেও দেশটিতে মুদ্রাস্ফীতি বর্তমানে নিয়ন্ত্রণেই রয়েছে। গত বছরের জুলাই মাসের তুলনায় চলতি বছরের জুলাই মাসে সেখানে মুদ্রাস্ফীতি বেড়েছে মাত্র ১ দশমিক ২ শতাংশ। (ইন্টারনেট)