সিঙ্গাপুরের রপ্তানি বৃদ্ধি ১৮ শতাংশ
2010-08-19 17:28:57 cri
চলতি বছরের জুলাই মাসে সিঙ্গাপুরের রপ্তানি প্রবৃদ্ধি আগের বছরের একই সময়ের চেয়ে ১৮.২ শতাংশ বেড়েছে। তবে গত জুন মাসের তুলনায় তা কিছুটা কমেছে। সম্প্রতি এক বিবৃতিতে সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। সরকারের তরফে এক বিবৃতিতে জানানো হয়, জুন মাসে সিঙ্গাপুরের রপ্তানি প্রবৃদ্ধির হার আগের বছরের একই সময়ের চেয়ে ২৮.৫ শতাংশ বাড়ে। তবে জুলাই মাসে প্রবৃদ্ধির হার ১০.৩ শতাংশ কমে ১৮.২ শতাংশে নেমে যায়। সিঙ্গাপুরের অর্থনীতি বাণিজ্যনির্ভর। দেশটির রপ্তানি পণ্যের তালিকায় রয়েছে কম্পিউটার চিপ, ওষুধ ইত্যাদি। (সূত্র: এএফপি)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা