বৈশ্বিক মন্দায় গত জুনে সমাপ্ত ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমলেও স্থানীয় বিনিয়োগ প্রস্তাব এবং প্রস্তাবিত বিনিয়োগ প্রকল্পের সংখ্যা বেড়েছে। গত অর্থবছরে বিনিয়োগ বোর্ডে ৩৩ হাজার ৬৭৪ কোটি টাকার ১ হাজার ৪৭০টি প্রকল্প নিবন্ধিত হয়। ২০০৮-০৯ অর্থবছরে এর পরিমাণ ছিল ৩১ হাজার ৮৬৭ কোটি টাকা। এক বছরের ব্যবধানে বিনিয়োগ প্রস্তাব বেড়েছে ১ হাজার ৮০৭ কোটি টাকা বা ৫.৬৭ শতাংশ।
বিনিয়োগ বোর্ড সূত্র মতে, এ সময় তৈরি পোশাক খাতে সবচেয়ে বেশি বিনিয়োগ প্রস্তাব নিবন্ধিত হয়েছে। এ খাতে ৬৪২টি শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের প্রস্তাব আসে। এরপরই রয়েছে ইঞ্জিনিয়ারিং ২৫৮টি এবং কেমিক্যাল শিল্প খাতে ২০০টি। (সূত্র: বাসস)