Web bengali.cri.cn   
বন্যায় পাকিস্তানের কৃষিখাতে ব্যাপক ক্ষতি
  2010-08-19 17:26:31  cri
 

   পাকিস্তানে স্মরণকালের ভয়াবহ বন্যায় গম, চিনি ও সুতা খাতেও ব্যাপক ক্ষতি হয়েছে। দেশটির কৃষি ও শিল্প সংশ্লিষ্টরা এ তথ্য জানিয়েছেন। কৃষক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, এ বন্যার কারণে ৫ লাখ টন গম নষ্ট হয়ে গেছে এবং আখ খামার ক্ষতিগ্রস্ত হওয়ার চিনির উত্পাদনও পাঁচ লাখ টন কমে যেতে পারে। জাতীয় কৃষি সমিতির প্রেসিডেন্ট ইব্রাহিম মোঘল বলেন, "আমাদের অনুমান, বন্যাকবলিত অঞ্চলের মানুষের সঞ্চিত পাঁচ লাখ টন গম নষ্ট হয়ে গেছে।" অন্যদিকে শিল্প বিভাগের কর্মকর্তারা আরো জানান, দু'সপ্তাহ আগে শুরু হওয়া প্রবল বৃষ্টির তোড়ে সৃষ্টি হওয়া বন্যায় ২০ লাখ বেল সুতা নষ্ট হয়েছে।

    পাকিস্তান এশিয়ার তৃতীয় বৃহত্তম গম উত্পাদনকারী দেশ। গত ২০০৯-১০ অর্থবছরে দেশটিতে দুই কোটি ৩৮ লাখ টন গম উত্পাদিত হয়েছিল। সিন্ধু নদীর অববাহিকায় সৃষ্ট এ বন্যায় এখন পর্যন্ত ১৬শ'র বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। এছাড়াও গৃহছাড়া হয়েছে ২০ লাখ মানুষ। বন্যায় প্রায় ১ কোটি ১৪ লাখ মানুষের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। (সূত্র: ইন্টারনেট)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040