|
||||||||||||||||||||||||||||
কনফারেন্স বোর্ড কর্মসংস্থান প্রবণতা সূচকের এ সামান্য উন্নতি এই ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারের পুনরুদ্ধার শুরু হলেও তার গতি খুব ধীর। এ ধীর গতির কারণে দেশটির ভোক্তা ব্যয় এখনও চাঙ্গা হচ্ছেনা। গত বছর অক্টোবরে দেশটির বেকারত্বের হার ২৬ বছরের ইতিহাসে সর্বোচ্চ পর্যায়ে উন্নীত হয়েছিল।
কনফারেন্স বোর্ডের সহযোগী পরিচালক গ্যাড লিভানন এক বিবৃতিতে বলেন, "এ সূচক এই ইঙ্গিত দিচ্ছে যে, যুক্তরাষ্ট্রের কর্মক্ষম মানুষের সংখ্যা বাড়ার যে গতি তার সঙ্গে কর্মসংস্থান বৃদ্ধি তাল রাখতে পারবে না।" তিনি বলেন, "গৃহস্থালী ব্যয় ও ভোক্তা আস্থার নিচু হারের কারণে ব্যবসা প্রতিষ্ঠানগুলো কর্মী নিযুক্তির ব্যাপারে খুব সতর্কতা অবলম্বন করছে।"
শ্রমবাজারের আটটি নির্দেশকের ভিত্তিতে স্বল্পমেয়াদী কর্মী নিযুক্তি প্রবণতার পূর্বাভাস দিয়েছে কর্মসংস্থান প্রবণতা সূচক। এতে দেখা যায়, ৮টি নির্দেশকের মধ্যে ৬টিতে গত মাসে অগ্রগতি ঘটেছে। এ অগ্রগতি ইঙ্গিত দিচ্ছে যে, সামনের দিনগুলোতে এ বৃহত্তম অর্থনীতিতে নতুন কর্মসংস্থান অব্যাহত থাকবে, যদিও এর গতি হবে ধীর।
এদিকে, গত ৬ আগস্ট শ্রম মন্ত্রনালয়ের এক পরিসংখ্যানে দেখা যায়, বেসরকারী খাতে জুলাই মাসে ৭১ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। এর আগের মাসে এ সংখ্যা ছিল ৩১ হাজার। ২০০৭ সালের ডিসেম্বর থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে গুরুতর বৈশ্বিক আর্থিক সংকট শুরু হওয়ার পর কর্মসংস্থান কমতে থাকে যুক্তরাষ্ট্রে। এ সংকটে প্রায় আড়াই লাখ মানুষ বেকার হয়।
তবে কর্মসংস্থান বাড়ার এ হারে শ্রম মন্ত্রনালয়ের অসন্তুষ্টি যেমন রয়েছে, তেমনি রয়েছে এর ব্যাপক গতি বৃদ্ধির প্রত্যাশা। মন্ত্রনালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে উজ্জ্বলতা বাড়ত, যদি সরকার চলতি বছরের জুলাইয়ের মধ্যে চাকরি হারানো সব লোককে কাজ দিতে পারত।
এতে বলা হয়, এ বছর শেষে যুক্তরাষ্ট্রের অর্থনীতি গতি ফিরে পাবে এবং এক লাখ ৩১ হাজার লোকের চাকরির সুযোগ মিলবে। শুধু তাই নয়, আগামী পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রে আট মিলিয়ন লোকের কাজের সুযোগ হবে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আসা করা হয়।
যুক্তরাষ্ট্রের অর্থনীতি বিশ্ব অর্থনীতির অন্যতম গতি নিয়ন্ত্রক। এ অর্থনীতির কর্মসংস্থানের নাজুক পরিস্থিতি বিশ্ব কর্মসংস্থানের ওপরই নেতিবাচক ফেলে চলেছিল। দেশটির পরিস্থিতিতে এখন উন্নতি হতে থাকলে তা বিশ্ব অর্থনীতির জন্য অনেকখানি সুবাতাসই বয়ে আনবে এ প্রত্যাশা অর্থনীতিবিদদের।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |