Web bengali.cri.cn   
চীনের উপকূলীয় শহর ইয়েন তাই নিম্ন কার্বন খাত উন্নয়নের মাধ্যমে অর্থনীতির পরিবর্তন ত্বরান্বিত করছে
  2010-08-12 20:08:56  cri

ইয়েন তাই হচ্ছে চীনের শানতোং প্রদেশের পূর্বাঞ্চলের একটি উপকূলীয় শহর। এখানে বিপুল সম্পদ ও সুবিধাজনক পরিবহন ব্যবস্থা রয়েছে। এর পাশাপাশি ইয়েন তাই নগরও শানতোং প্রদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প কেন্দ্র। ২০০৮ সাল থেকে ইয়েন তাই শহর এ খাতের কাঠামো পরিবর্তনের কাজ ব্যাপকভাবে ত্বরান্বিত করছে, শিল্পপ্রতিষ্ঠানের বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনে উত্সাহ দিচ্ছে এবং জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন কমানোর প্রস্তাব করছে। আজকের চীনের অর্থনীতি অনুষ্ঠানে ইয়েন তাই নগর নিম্ন কার্বন ইতিবাচকভাবে বাস্তবায়নের মাধ্যমে অর্থনীতি পরিবর্তনের গল্প আপনাদের শুনাবেন।(১)

এটি দু'মাস আগে শাংহাই বিশ্বমেলার উদ্বোধনী অনুষ্ঠানের শব্দ। ইয়েন তাই শহর শাংহাই থেকে এক হাজার কিলোমিটারের দূরে অবস্থিত। পূর্ব ইলেকট্রন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা তিং জেন হুয়া টেলিভিশনে উদ্বোধনী অনুষ্ঠান দেখেছেন। তার প্রতি সুখ তাছাড়া, আরেকটি বিশেষ তাত্পর্য রয়েছে। তার কোম্পানি শাংহাই বিশ্বমেলার জন্য জরুরী বিদ্যুত্ সরবরাহ ও সুরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছে। সবুজ জ্বালানি সাশ্রয় এবং সেরা ও অত্যন্ত কার্যক্ষম হচ্ছে সবুজ বিশ্বমেলার প্রধান প্রস্তাব। এর পাশাপাশি জ্বালানি সাশ্রয় ও দূষিত পদার্থের নির্গমন কমানোর কৌশল হিসেবে তাদের বিদ্যুত্ সাশ্রয়ের পদ্ধতি চীনের বেশ কিছু নগরে জনপ্রিয় হচ্ছে। তিনি বলেন, (২)

আমাদের জ্বালানি সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন হ্রাস সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্ব পেয়েছে। আর্থিক সংকটের পর সম্পদ নিঃশেষ হওয়া বড় শিল্পপ্রতিষ্ঠান ও সংস্থা জ্বালানি সাশ্রয় সংক্রান্ত সাজ-সরঞ্জাম ব্যবহারের ইচ্ছা বৃদ্ধি করেছে। তারা জ্বালানি সাশ্রয়ের পদ্ধতি ব্যবহার করতে আগ্রহী।

২০০৮ সালের দ্বিতীয়ার্ধ থেকে পূর্ব ইলেকট্রন কোম্পানির মত জ্বালানি সম্পদ সাশ্রয় প্রস্তাবের শিল্পপ্রতিষ্ঠান সবুজ উন্নয়নের মাধ্যমে আসা সুযোগ অনুভব করেছে। তখন আর্থিক সংকট বিশ্বে ছড়িয়ে পড়ে। অর্থনৈতিক উন্নয়নের গতি মন্থর, খাতের কাঠামো সুবিন্যস্ত এবং বিদ্যুতের দাম পুনর্নির্ধারণ করাসহ বিভিন্ন কারণে বেশি জ্বালানি ক্ষয়কারী শিল্পপ্রতিষ্ঠানের বাজারের প্রতিদ্বন্দ্বীশক্তি স্পষ্টভাবে হ্রাস পেয়েছে। দেশের বেশির ভাগ শিল্পপ্রতিষ্ঠান উত্পাদনের পরিমাণ হ্রাসে বাধ্য হয়েছে এমনকি উত্পাদন বন্ধ হয়ে গেছে। দূষণ মুক্ত সম্পদ উত্পাদন ও সম্পদ ফলপ্রসূভাবে ব্যবহারের শিল্পপ্রতিষ্ঠান আর্থিক সংকটের সুযোগ কাজে লাগিয়েছে।

ইয়েন তাই নগরের পৌর কমিটির সম্পাদক সুন ইয়োং ছুন মনে করেন, বিশ্বের আর্থিক সংকটের নেতিবাচক প্রভাবে বিশ্ব বেশি বর্জ্য , উচ্চ নিঃসরণ ও বেশি জ্বালানি ক্ষয়কারী খাতকে মূল্যায়নের চেষ্টা করেছে। ভবিষ্যতে অর্থনৈতিক উন্নয়নের প্রতিযোগিতায় বেশি পরিবর্তিত হবে। তিনি বলেন, (৩)

বেশি জ্বালানি ব্যয়ের মাধ্যমে উন্নয়ন পদ্ধতি বর্তমান সমাজের চাহিদার সাথে খাপ খায় না। আমাদের উচিত পশ্চাত্পদ উত্পাদনের যন্ত্রপাতির পরিবর্তন এবং আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার উপায় দ্রুততর করা।

ইয়েন তাই নগরে যন্ত্রপাতি নির্মাণ, ইলেক্ট্রোনিক তথ্য, নতুন উপকরণ ও সামুদ্রিক প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রের শিল্প প্রযুক্তি উদ্ভাবন ও মার্কা সৃষ্টির মাধ্যমে জ্বালানি সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন হ্রাসের দিকে এগিয়ে চলেছে। বর্তমানে ইয়েন তাই নগরের নতুন জ্বালানি সম্পদ শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৫০টিরও বেশি। এসব শিল্পপ্রতিষ্ঠানের প্রতি বছরের বিক্রির পরিমাণ ১.৫ বিলিয়ন ইউয়ান ছাড়িয়ে গেছে।

চলতি বছরের জুন মাস থেকে ইয়েন তাই নগরের কিছু বিভাগের উদ্যোগে জ্বালানি সম্পদ সাশ্রয় ও দূষিত পদার্থ নির্গমন হ্রাস ও পশ্চাত্পদ পদ্ধতি বাতিলের কর্ম গ্রুপ প্রতিষ্ঠা করেছে। এ বিশেষ সংস্থার চলতি বছরের করনীয় হল এ বছরে দশ লাখ বর্গমিটার স্থাপনার জ্বালানি সাশ্রয় সংক্রান্ত রূপান্তরের কাজ সম্পন্ন করা, ৪০ লাখ বর্গমিটারের স্থাপনায় সৌর শক্তি ব্যবহার নিশ্চিত হওয়া, পুরনো বাস বাতিলের প্রক্রিয়া দ্রুততর করা, বাস ও টেক্সিতে ব্যবহার করা তেল থেকে প্রাকৃতিক গেমস পরিবর্তনের কাজ অব্যাহতভাবে কার্যকর করা। ইয়েন তাই নগরের পৌর কমিটির সম্পাদক সুন ইয়োং ছুন বলেন, (৪)

কাঠামো সুবিন্যস্ত ও অর্থনীতির পদ্ধতি পরিবর্তন উদ্ভাবন ও নতুন খাতের পরিচর্যা করা দরকার। এটি ভবিষ্যতে আমাদের প্রতিদ্বন্দ্বীতার সামর্থ্য বৃদ্ধির প্রক্রিয়ায় সাফল্য অর্জনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবলম্বন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040