
চু সিন লি হুই ইউয়ান কোম্পানির পরিচালনা পরিষদের চেয়ারম্যান। আগে হুই ইউয়ান কোম্পানি ছিল শুধু একটি ছোট শিল্পপ্রতিষ্ঠান। বর্তমানে এ শিল্পপ্রতিষ্ঠান চীনের ফলের রস উত্পাদন খাতের সর্বশ্রেষ্ঠ মার্কায় পরিণত হয়েছে। এ পণ্য চীনের নাগরিকদের সবচেয়ে পছন্দের। এর পাশাপাশি গ্রামের দশ লাখেরও বেশি কৃষকের সচ্ছল জীবনযাপন করার সুযোগ করে দিয়েছে। ২০০৭ সালে হুই ইউয়ান কোম্পানি হংকংয়ের বাজারে স্থান পেয়েছে। চীনের জাতীয় ফলের রস বিশ্বে উন্নয়নের দিকে এগিয়ে চলছে।