
লিন ই ফু বিশ্ব ব্যাংকের উচ্চ পর্যায়ের উপপরিচালক ও প্রধান অর্থনীতিবিদ। তিনি হচ্ছেন বিশ্ব ব্যাংকের উন্নয়নশীল দেশগুলো থেকে আসা প্রথম প্রধান অর্থনীতিবিদ। ৩০ বছর ধরে তিনি চীনের অর্থনৈতিক উন্নয়নের ওপর গবেষণা করছেন। তিনি নতুন গ্রামাঞ্চল নির্মাণ ও দরিদ্র্যদের অর্থনীতি এ দুটি প্রস্তাব প্রথম উত্থাপন করেন। তিনি চীনের পল্লিএলাকা সংস্কারের গবেষক ও ত্বরান্বিতকারীতে পরিণত হয়েছেন।