
লু ওয়েন বিং সিয়াও ফেই ইয়াং লিমিডেট কোম্পানির সিইও। তার নেতৃত্বাধীন সিয়াও ফেই ইয়াং কোম্পানি বৈদেশিক পুঁজির কৌশলগত আকর্ষণের প্রথম চীনা খাবার শিল্পপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ২০০৮ সালে সিয়াও ফেই ইয়াং হংকংয়ের বাজারে স্থান পায়। এটি চীনের মূলভূভাগ ছাড়া বিভিন্ন বাজারে স্থান করে নেয়া প্রথম খাবার শিল্পপ্রতিষ্ঠান। এ কোম্পানি চীনের চাফিং-ডিম কোম্পানির মধ্যে শীর্ষ বাজার মূল্যের সুনাম অর্জনকারী কোম্পানি।