Web bengali.cri.cn   
ইইউ'র সঙ্গে এবছরেই মুক্ত বাণিজ্য চুক্তি চায় ভারত
  2010-08-05 20:14:13  cri

চলতি বছরের মধ্যেই মুক্ত বাণিজ্যের বিষয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছতে আগামী মাসে ব্রাসেলসে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ'র মধ্যে ধারাবাহিক আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভারতীয় কর্মকর্তারা জানান, আগামী ডিসেম্বরের আগেই মুক্তবাণিজ্যের চুক্তিতে পৌঁছোনোর লক্ষ্যে ভারতের প্রতিনিধিদল আগস্ট মাসে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে ইউরোপের বাণিজ্য সহযোগী দেশগুলোর প্রতিনিধিদলগুলোর সঙ্গে বৈঠক করবে।

ইউরোপীয় ইউনিয়নে আলোচনার জন্য ভারতের প্রতিনিধিদলের প্রধান দানিয়েল স্মাদিয়া বলেন, "আশা করছি ডিসেম্বরের মধ্যেই চুক্তিতে পৌঁছনোর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পারব।" তিনি বলেন, "মুক্তবাণিজ্য বিষয়ে সমঝোতা আলোচনায় দুই পক্ষই জড়িত। সমঝোতা আলোচনা সফল হলে ইইউ ও ভারতের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ দুটিই বাড়বে। এর জন্য আমরা এই একটি সুযোগই পাব এবং সুযোগটি কাজে লাগাতে হবে।"

সাংবাদিকদের তিনি জানান, ব্রাসেলসে দুই পক্ষের মধ্যে আগস্টের শেষ সপ্তাহে আলোচনায় বসার আগেই ভারতের বাণিজ্যমন্ত্রী আনন্দ শর্মা ও ইইউর ট্রেড কমিশনার কারেল ডি গুচ ভিয়েতনামের একটি আন্তর্জাতিক সম্মেলনে মিলিত হবেন। তখনও তারা এ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবেন। ভারত ও ২৭ সদস্য দেশের ইইউ ২০০৭ সালের জুন মাস থেকেই মুক্তবাণিজ্য নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে আসছে। (সূ্ত্র: এএফপি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040