রাশিয়ার সরকার রাষ্ট্রীয় মালিকানাধীন ১১টি প্রতিষ্ঠানকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেয়ার প্রক্রিয়া শুরু করেছে। এ উদ্যোগে দেশটির সবচেয়ে বড় ব্যাংক ও তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানও রয়েছে। সম্প্রতি দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের মুখপাত্র আলেক্সেই উভারভ এ তথ্য জানান।
তিনি জানান, বেসরকারিকরণ তালিকায় রাশিয়ার বৃহত্তম ব্যাংক ও শীর্ষ তেল উত্পাদনকারী প্রতিষ্ঠান রসনেফট থাকলেও সরকারি মালিকানাধীন রেল যোগাযোগ পরিচালনা প্রতিষ্ঠান আরজেডএইচডি নেই। বিশ্লেষকদের অনেকেই অবশ্য ধারণা করেছিলেন এটিও বেসরকারিকরণ তালিকায় স্থান পাবে। স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ১১টি সরকারি প্রতিষ্ঠান ব্যক্তিখাতে ছেড়ে দেয়ার জন্য দেশটির সরকার ২০১১ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত বছরপ্রতি এক হাজার কোটি ডলার বা ৩০ হাজার কোটি রুবল সমপরিমাণ অর্থ পেতে পারে। এই হিসেবে সরকারি সম্পত্তি বাবদ তিন বছরে রাশিয়ার সরকার মোট ৮৮ হাজার ৩৫০ কোটি রুবলের সমপরিমাণ অর্থ পাবে। উভারভ জানান, ইতিমধ্যেই প্রতিষ্ঠানগুলো বিক্রির বিষয়ে তাঁর মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় একমত হয়েছে। (সূত্র: এএফপি)