Web bengali.cri.cn   
রেকর্ড মুনাফা করেছে ইউরোপের ব্যাংকগুলো
  2010-08-05 20:10:05  cri

চলতি বছরের প্রথম ৬ মাসে প্রাক্কলনের চেয়ে বেশি আয় করেছে ইউরোপের শীর্ষস্থানীয় ব্যাংকগুলো। একই সময়ে খেলাপি ঋণের পরিমাণও অনুমিত পরিমাণের চেয়ে অনেক কমেছে। একইসঙ্গে খুচরা লেনদেন দিয়ে বিনিয়োগসংক্রান্ত লেনদেনের ক্ষয়ক্ষতিও পুষিয়ে নিতে পেরেছে ব্যাংকগুলো। সম্প্রতি প্রকাশিত এক তথ্যে এ চিত্র পাওয়া গেছে। অর্থনৈতিক মন্দা থেকে পুনরুদ্ধারে যে বিভিন্ন ধরণের সতর্কতা অবলম্বন করেছে ব্যাংকগুলো তা-ই তাদের মুনাফা বৃদ্ধিতে সহায়ক হয়েছে বলে বিশ্লেষকদের অভিমত।

ফরাসি ব্যাংক সোকজেনের মুনাফা দাঁড়িয়েছে প্রাক্কলনের তুলনায় ৫০ শতাংশ বেশি। স্ট্যান্ডার্ড চার্টার্ড ও জার্মানির পোস্টব্যাংকও প্রত্যাশা ছাড়িয়ে মুনাফা করেছে। গত ২৩ জুলাই প্রকাশিত চাপসহ্য ক্ষমতা পরীক্ষার ফল ইউরোপের আর্থিক খাতকে আত্মবিশ্বাসী করে তুলেছে। (সূত্র: রয়টার্স)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040