Web bengali.cri.cn   
জাপানে গাড়ি বিক্রি বেড়েছে ১৫ শতাংশ
  2010-08-05 20:07:49  cri

জুলাই মাসে জাপানে পরিবেশবান্ধব নতুন গাড়ি বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। জাপান অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানা যায়। পরিবেশবান্ধব গাড়ির জন্য জাপান সরকার যখন ভর্তূকি দিতে যাচ্ছে তার মাত্র কয়েক মাস আগে এ ধরণের গাড়ির জনপ্রিয়তার এ তথ্য প্রকাশিত হলো।

বিবৃতিতে বলা হয়েছে, জুলাই মাসে মাসে পরিবেশবান্ধব ছোট গাড়ি, ট্রাক এবং বাস পেতে বিভিন্ন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানে তিন লাখ ৩৩ হাজার ৪০৩টি রেজিস্ট্রেশন জমা পড়েছে। জাপান মিনি ভেহিক্যাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, গত মাসে জাপানে এক লাখ ৫৩ হাজার ২০৩টি মিনিবাস বিক্রি হয়েছে।

জাপান সরকার গত বছর থেকে পরিবেশবান্ধব গাড়ি ব্যবহারকে উত্সাহিত করে আসছে। তখন থেকেই এ ধরণের গাড়ি বিক্রি বাড়তে থাকে। অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে জাপানে পরিবেশবান্ধব গাড়ি বিক্রি ৩০ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন মাজদা মোটরসের সিনিয়র ম্যানেজিং এক্সিকিউটিভ কিয়োসী ওজাকি। (সূত্র: এএফপি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040