Web bengali.cri.cn   
বাংলাদেশে পণ্য আমদানি বেড়েছে
  2010-08-05 20:04:22  cri

সদ্যসমাপ্ত ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশে পণ্য আমদানির জন্য ঋণপত্র খোলার হার তার আগের অর্থবছরের তুলনায় ৩১ দশমিক ৪৪ শতাংশ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, গত অর্থবছরে পণ্য আমদানির জন্য ব্যাংকগুলোতে দুই হাজার ৮৬৫ কোটি ৭০ লাখ ডলারের ঋণপত্র খোলা হয়। আর ২০০৮-০৯ অর্থবছরে দুই হাজার ১৮০ কোটি ডলারের সমপরিমাণ ঋণপত্র খোলা হয়েছিল। ঋণপত্র খোলার হারের এই উচ্চ প্রবৃদ্ধি থেকে বোঝা যায়, গত অর্থবছরে দেশে পণ্য আমদানির পরিমাণও বেড়েছে।

এখন পর্যন্তও গোটা অর্থবছরের পণ্য আমদানি-ব্যয়ের পূর্ণাঙ্গ তথ্য এখনো না পাওয়া গেলেও অর্থবছরের ১১ মাসের (জুলাই-মে) আমদানি-ব্যয়ের যে তথ্য পাওয়া গেছে, তাতে দেখা যায়, ১১ মাসে দুই হাজার ১৫৩ কোটি ডলারের পণ্য আমদানি করা হয়েছে। আর এর আগের অর্থবছরের ১১ মাসে দুই হাজার ৯৪ কোটি ৮৩ লাখ ডলারের পণ্য আমদানি করা হয়েছিল। গোটা অর্থবছরে মোট আমদানি-ব্যয়ের পরিমাণ ছিল দুই হাজার ২৫০ কোটি ৭০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান থেকে আরও দেখা যায়, ২০০৭-০৮ অর্থবছরের তুলনায় ২০০৮-০৯ অর্থবছরে পণ্য আমদানির ঋণপত্র খোলার হার প্রায় ১১ শতাংশ কমে গিয়েছিল। বিশ্বমন্দার প্রভাবে বিশ্ববাজারে বিভিন্ন পণ্যের বড় ধরনের দরপতন ও অভ্যন্তরীণভাবে চাহিদা হ্রাস পাওয়া ছিল এর মূল কারণ। (সূত্র: প্রথম আলো)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040