
লিয়াং তিং বাং হংকংয়ের শেয়ার তত্ত্বাবধান পরিষদের সাবেক চেয়ারম্যান, চীনের শেয়ার তত্ত্বাবধান পরিষদের সাবেক প্রধান উপদেষ্টা, হংকংয়ের শেয়ার ও ফিউচার্স বিষয়ক তত্ত্বাবধান কমিটির চেয়ারম্যান এবং চীন ব্যাংক ও চীনের শেনহুয়া গ্রুপের পরিচালনা পরিষদের সদস্য। এর পাশাপাশি তিনি পেইচিং বিশ্ববিদ্যালয়, ছিংহুয়া বিশ্ববিদ্যালয়, চোংশান বিশ্ববিদ্যালয় ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন ইনস্টিটিউটের ভিজিটিং অধ্যাপক। ২০০৯ সাল চীনের প্রথম উন্নয়নশীল শিল্পপ্রতিষ্ঠান সংক্রান্ত ফোরামে তিনি নিজের বিশেষ প্রস্তাব উত্থাপন করেছেন। তার এসব প্রস্তাবে উপদেশমূলক তাত্পর্য রয়েছে।