
চিউ বো চুন বর্তমানে চিনশান গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। ১৯৯৭ সালে তিনি ডাবলিউপিএস ৯৭ সৃষ্টি করেছি। এ সফটওয়্যার ওয়ার্ড বিরুদ্ধের প্রথম চীনা সফটওয়্যারে পরিণত হয়েছে। ১৯৯৯ সালে ডাবলিউপিএস ২০০০ সৃষ্টি করা হয়েছে। চিন শান গ্রুপ এ সুযোগের মাধ্যমে আন্তর্জাতিকায়নের পথে চলছে। এ প্রক্রিয়ায় চিউ বো চুন অবশ্যই চিনশান গ্রুপের নেতা।