
চৌ হো চিয়েন হাইসেন গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা। আগে তিনি ছিং তাও টেলিভিশন প্রস্তুত শিল্পপ্রতিষ্ঠানের পরিচালক ও ছিংতাও ইলেক্ট্রোনিক পরিমাণযন্ত্র শিল্পপ্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করেছিলেন। ২০০০ সালে তিনি সিসিটিভির চীনের অর্থনৈতিক বার্ষিকী'র শ্রেষ্ঠ শিল্পপতির পুরস্কার, 'পয়লা মে'র জাতীয় আদর্শ পুরস্কার এবং 'গ্লোবল কাপ' নামে বিশ্বের যুব শিল্পপতি প্রতিযোগিতার পরিচালনার বিশেষ পুরস্কার পেয়েছেন। তার নেতৃত্বাধীন হাইসেন টেলিভিশন ও এয়ার-কন্ডিশনারসহ বহু ক্ষেত্র এখনও উন্নত হচ্ছে। হাইসেন কোম্পানি চীনের বড় পেশাগত ইলেক্ট্রোনিক তথ্য গ্রুপে পরিণত হয়েছে।