বেকারত্বের হার বৃদ্ধি অব্যাহত দ. আফ্রিকায়
2010-07-29 19:11:16 cri
দক্ষিণ আফ্রিকায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে, অর্থাত্ এপ্রিল-জুন সময়ে, বেকারত্বের হার ০.১ শতাংশ বেড়ে ২৫.৩ শতাংশে পৌঁছেছে। সম্প্রতি দেশটির পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানায়। পরিসংখ্যান অনুযায়ী, দেশটিতে বেকারের সংখ্যা প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে অপরিবর্তিত থাকলেও, দ্বিতীয় প্রান্তিকে চাকরিপ্রার্থীর সংখ্যা বেড়ে ৬৮ হাজারে পৌঁছেছে। গত বছর মন্দা কাটিয়ে উঠলেও বেকারত্বের সমস্যা দক্ষিণ আফ্রিকার অর্থনীতির জন্য বড় সংকট হিসাবে দেখা দিয়েছে। বেসরকারি পরিসংখ্যান মতে, দেশটির কর্মক্ষম জনগোষ্ঠীর ৩০ শতাংশের বেশি এখন বেকার। (সূত্র: এএফপি)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা