জাপানে রপ্তানি প্রবৃদ্ধি অব্যাহত ছিল গত জুন মাসে। তবে বিশ্ব অর্থনীতির টালমাটাল অবস্থার কারণে এ প্রবৃদ্ধির হার এর আগের মাসের তুলনায় কিছুটা কম ছিল। এ সপ্তাহে প্রকাশিত সরকারি পরিসংখ্যানে দেখা যায়, জুনে জাপানের রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২৭.৭ শতাংশ বেড়ে ৫.৮৭ ট্রিলিয়ন ইয়েনে দাঁড়ায়। এ প্রবৃদ্ধি বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়ে বেশি। তারা ধারণা করছিলেন, ওই মাসে দেশটির রপ্তানির পরিমাণ বাড়বে ২৩.১ শতাংশ। মূলত গাড়ির বাজার বৃদ্ধি ও প্রযুক্তি-পণ্যের নতুন চাহিদা তৈরি হওয়ার কারণে দেশটির রপ্তানি আয় পূর্বাভাসের চেয়ে বেশি হয়েছে।
এদিকে জুন মাসে জাপানের বাণিজ্য উদ্বৃত্তও বেড়েছে। এতে করে ধারাবাহিকভাবে ১৩ মাসের মতো বাণিজ্য উদ্বৃত্ত অব্যাহত রইল দেশটিতে। পরিসংখ্যান অনুযায়ী, জুন মাসে বাণিজ্য উদ্বৃত্ত আগের বছরের একই সময়ের তুলনায় ৪১.১ শতাংশ বেড়ে ৭৮০ কোটি ডলারে উন্নীত হয়। (সূ্ত্র: এএফপি)