Web bengali.cri.cn   
চীনের বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের প্রতিশ্রুতি সম্পন্ন
  2010-07-29 14:43:12  cri

চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০১০ সাল পর্যন্ত চীন বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগদানের সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে, নিয়ম অনুসারে অর্থনৈতিক ও বাণিজ্যিক ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে এবং বিশ্বের সবচেয়ে উন্মুক্ত বাজারের অন্যতম পরিণত হয়েছে।

পণ্য বাণিজ্য ক্ষেত্রে চীনের প্রতিশ্রুতি অনুসারে ধাপে ধাপে শুল্কের মান কমানো হয়েছে। এখন শুল্কের গড়পরতা মান বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের অন্তুর্ভুক্তির আগেকার ১৫.৩ শতাংশ থেকে নেমে ২০০৯ সালের ৯.৮ শতাংশে এসে দাঁড়িয়েছে। সময়সূচি অনুযায়ী চীন আমদানির কোটা আর আমদানির অনুমোদন পত্র বাতিল করেছে এবং পুরোপুরি বৈদেশিক বাণিজ্যিক ব্যবসার অধিকার উন্মুক্ত করেছে।

সেবা বাণিজ্য ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার ১৬০টিরও বেশি সেবা বাণিজ্য খাতের মধ্যে চীন ১০০টি উন্মুক্ত করেছে। এর মধ্যে রয়েছে ব্যাংক, বীমা, টেলিযোগাযোগ, বন্টনমূলক বিক্রি, হিসাব ও শিক্ষাসহ নানা গুরুত্বপূর্ণ সেবামূলক খাত। এতে বিদেশী সেবামূলক সরবরাহকারী ব্যবসায়ীদের জন্য বিস্তৃত বাজার প্রবেশের সুযোগ দিয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040