
ফেং চুও ই ছিংতাও বিয়ার গ্রুপের সাবেক উপমহাপরিচালক ও উচ্চ পর্যায়ের অর্থনীতিবিদের দায়িত্ব পালন করেছেন। ২০০০ সালে তিনি উপমহাপরিচালকের দায়িত্ব পালনের সময় ছিংতাও বিয়ার বাজারে বিক্রির হার বিশ শতাংশ থেকে আশি শতাংশ বৃদ্ধি পেয়েছে। এর পর তিনি বিশটিরও বেশি বিয়া শিল্পপ্রতিষ্ঠান আত্মীকরণের কাজ করেছেন। তিনি ২০০১ সালের ৩১ জুলাই মারা যান।